Like fingerprints, no two lives are the same. Mine is filled with mistakes, contemplation, amendments, and repetition of all three.
Sunday, June 29, 2008
Draft #2
There are two types of people in my life right now.
1. The good, honest beings who look out for others, or rather, look out for me, because anything will happen at any time and I will be doomed forever.
2. The people that I should look out for, who will ruin my life because they are so influential with their bad qualities.
Friday, June 27, 2008
শব্দাশ্রু
কান্না হয়ে বন্দী হয়ে থাকে,
চারিদিকে নেই কোন পথ, তারা
ঠায় দাঁড়িয়ে নিজের মৃত্যু আঁকে।
চোখে চোখে মৃত্যু আঁকা শেষে,
উঠলো সবাই জীবন সিঁড়ি বেয়ে;
হাতটা চেপে, শক্ত করে চোয়াল,
ধীর পায়ে যায় শব্দ ছেলে মেয়ে।
গলার দেয়াল, নাকের শিরা ফেলে
নিজেকে নেয় শব্দ ঠেলে ঠেলে,
ঘাম জমে যায় কোঁকড়া চুলের ডগায়,
মৃত্যু প্ল্যানে নতুন জীবন জাগায়!
যেই না তারা মানব চোখের কুঠোয়
দাঁড়ালো, স্তব্ধতায়, কঠিন মুঠোয়,
কোন এক শব্দ বন্দীনি বুড়ি
ঢেলে দিলো নিজের জীবন ঝুড়ি।
একে একে শব্দ ছোট বড়
মৃত্যানন্দে উঠলো ভীষন মেতে
সবাই হলো ব্যস্ত বিস্বর্জনে
তোর অশ্রু হবার অদ্ভুত স্বাদ পেতে।
Wednesday, June 18, 2008
Rainshine
আজ মেঘে মেঘে রঙধনুর আসল মর্ম বুঝতে পেরেছি বিকাল চারটার দিকে। মন খারাপের ঠেলায় যখন ট্রেনের জানালা দিয়ে চোখ বের করে মেঘের ওপর রাখলাম, তখন। গত কয়েকদিনের বৃষ্টির পর সূর্য্য উঠেছিলো, আর স্পষ্ট সাতটা রঙের ছোট্ট এক টুকরো রঙধনু বের হয়েছিলো। আমার দুটো সীট পেছনে একটা বাঙালি মহিলা তার স্বামীকে বেনিআসহকলার ইংরেজী শেখাচ্ছিলো। 'স্কাইব্লু...ইয়েলো..', 'আ-তো স্কাইব্লু-ই হবে, না?'
মেঘগুলোও কেমন যেন কাব্যিক ভাব নিয়ে বসে ছিলো। আর মনে হচ্ছিলো আসলেই আগুন ঝরে ঝরে পড়ছে। মাঝে মাঝে রঙধনুটা মেঘের পেছনে হারিয়ে যাচ্ছিলো আর আমার ঘুম ঘুম চোখ নির্ঘুম হয়ে সেটাকে খুঁজে বেড়াচ্ছিলো। তারপর খুঁজে পাওয়ার একটু পরেই আবার হারিয়ে ফেলছিলো।
আজকে অংক পরীক্ষার আগে মনে হচ্ছিলো আমি খারাপ ছাত্রীদের দলে ঢুকে পড়েছি। পরীক্ষার কয়েক ঘন্টা আগে কনফিউশনে ভুগি, অথচ কনফিউশনটা আমাকে অত চিন্তিত করছিলো না। আরও বিরক্তিকর ব্যাপার হচ্ছে, আমি এবার পড়াশুনা করেছিলাম টেস্টটার জন্য। তার একটাই অর্থ: আমার মগজ দলা পাকানো কাগজে ভর্তি হয়ে ইন্টেলেকচুয়ালিটির চুমুর অভাবে ঘুমুচ্ছে। কিন্তু সেটাকে জাগাবো কিভাবে বুঝতে পারছি না। জাগাতে খুব ইচ্ছে করছে, কিন্তু অলসতার জন্য উপায় খুঁজেও বের করতে পারছি না।