Friday, June 27, 2008

শব্দাশ্রু

শব্দগুলো গলার কাছাকাছি
কান্না হয়ে বন্দী হয়ে থাকে,
চারিদিকে নেই কোন পথ, তারা
ঠায় দাঁড়িয়ে নিজের মৃত্যু আঁকে।
চোখে চোখে মৃত্যু আঁকা শেষে,
উঠলো সবাই জীবন সিঁড়ি বেয়ে;
হাতটা চেপে, শক্ত করে চোয়াল,
ধীর পায়ে যায় শব্দ ছেলে মেয়ে।
গলার দেয়াল, নাকের শিরা ফেলে
নিজেকে নেয় শব্দ ঠেলে ঠেলে,
ঘাম জমে যায় কোঁকড়া চুলের ডগায়,
মৃত্যু প্ল্যানে নতুন জীবন জাগায়!
যেই না তারা মানব চোখের কুঠোয়
দাঁড়ালো, স্তব্ধতায়, কঠিন মুঠোয়,
কোন এক শব্দ বন্দীনি বুড়ি
ঢেলে দিলো নিজের জীবন ঝুড়ি।
একে একে শব্দ ছোট বড়
মৃত্যানন্দে উঠলো ভীষন মেতে
সবাই হলো ব্যস্ত বিস্বর্জনে
তোর অশ্রু হবার অদ্ভুত স্বাদ পেতে।

2 comments:

  1. সব্বোনাশ,তুমি লিখেছ !?!
    সত্যি অসাধারণ হয়েছে।

    ReplyDelete
  2. Llama...ur sitting right next to me. go away!! i wish to write message whithout u hovering!!
    shoo!!
    u advise me to return, but... may i point out that i have VERY little incentive... what with my lack of bangla & the abundance of it in Emu's & ur blogs...
    hmmm.... i'm thinking about it... only, the more i think, the less i have to say/write...
    so- lead on (not-so-)little Llama & I shall follow (if I understand)...

    ReplyDelete